আনোয়ারা গভীর রাতে গরু চুরি করতে আসা তিন চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাতে চাতরী চৌমুহনী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কর্ণফুলী থানার জুলদা গ্রামের মো. শফিকের ছেলে মো. মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. নুর হোসেন (৩৬) এবং মো. ইউসুফের ছেলে মো. আরিফুর রহমান (২৬)।
আরও পড়ুন : রাউজানে ধরা খেল ৩ গরু চোর, পালের গোদা উধাও
পুলিশ জানায়, আটকরা রাতের আঁধারে গরু চুরির উদ্দেশ্যে কর্ণফুলী থেকে আনোয়ারায় আসছিল।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার রাতে কর্ণফুলী থেকে আসা তিন গরু চোরকে আটক করে চাতরী চৌমুহনীর চেকপোস্টের দায়িতত্বে থাকা পুলিশ সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলার পর আজ (২১ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।
কাঞ্চন/আরবি