এবার চট্টগ্রামের ৬ মার্কেটে পুলিশ কমিশনার

বন্দর নগরী চট্টগ্রামে এবার ৬টি মার্কেট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি মার্কেটগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

মঙ্গলবার (১১ মার্চ) তিনি নগরের ফিনলে সাউথ সিটি, এলিজি স্কাই পার্ক, চিটাগাং শপিং কমপ্লেক্স, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও সানমার ওশান সিটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা দেখেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এছাড়া ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি।

আরও পড়ুন : চট্টগ্রামের ৪ মার্কেটে হঠাৎ পুলিশ কমিশনার

এসময় ব্যবসায়ী সমিতির নেতারা রমজান মাসে সিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)জয়নুল আবেদীন, উপপুলিশ কমিশনার (উত্তর)আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ৯ মার্চ নগরের তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও বিপণি বিতানে যান সিএমপি কমিশনার।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm