এবার কর্ণফুলীর পাড়ে ‘শিশু’ ডলফিন, দেখতে মানুষের ভিড়

এবার কর্ণফুলী নদীতে ভেসে উঠেছে গাঙ্গেয় প্রজাতীর একটি মৃত ডলফিনের বাচ্চা।

রোববার (১ আগস্ট) দুপুর ২টার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি হামিদচর এলাকায় ডলফিনটিকে কর্ণফুলী নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পাড়ে তুলে আনেন। উদ্ধার ডলফিনের বাচ্চাটি প্রায় ৩৫-৪০ কেজি ও ১২ ফুট লম্বা হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

এদিকে ডলফিনের বাচ্চাটি দেখতে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয় কয়েকজন মিলে ডলফিনটিকে পাশের একটি ঝোপে ফেলে দেন। পরে ইকবাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি হালদা নদী গবেষক ড. মনজুরুল কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি সেটিকে সংরক্ষণ করতে বলেন। সে অনুযায়ী ইকবাল হোসেন ডলফিনটি নিজের হেফাজতে রাখেন।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এটি গাঙ্গেয় প্রজাতীর ডলফিনের বাচ্চা। ছবি দেখে মারা যাওয়ার কারণ বলতে পারছি না। তবে ডলফিনটি সংগ্রহ করার পর হয়ত বলতে পারব।

সিএম/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!