নগরের চান্দগাঁও এলাকায় ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ প্রতারকচক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র্যাব-৭।
রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানা এলাকার হাসেম টেলিকম থেকে তাকে আটক করা হয়। এ সময় দোকানে তল্লাশি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক প্রদীপ দাস (২৭) পটিয়া উপজেলার আজিমপুর গ্রামের মৃত কাজল দাসের ছেলে।
আরও পড়ুন: ‘মানবিক ডাক্তারের’ ফেসবুক—ইমো হ্যাক করে চাঁদাবাজি, পুলিশ-র্যাবে গিয়েও ‘ফল শূন্য’
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, চান্দগাঁও এলাকার হাসেম টেলিকমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে আসছিলেন প্রদীপ দাস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া সনদ তৈরি ও মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেন। পরে দোকানে তল্লাশি করে সনদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।