কক্সবাজারের পেকুয়ায় টেবিল ফ্যানের কারণে এতিম হতে হয়েছে ৬ সন্তানকে। টেবিল ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন ছয় সন্তানের জননী মনোয়ারা বেগম (৪২)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম ওই এলাকার আব্দু শুক্কুরের স্ত্রী। তাদের সংসারে ৬ সন্তান রয়েছে।
মৌলভীপাড়ার বাসিন্দা জহির উদ্দিন বলেন, টেবিল ফ্যানের সংযোগ দিতে গিয়ে মনোয়ারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
আরও পড়ুন: ‘গৃহবধূকে’ ১০ মাস ধরে একের পর এক ধর্ষণ, লজ্জায় নবজাতক ফেলে পালালেন মা
নিহতের স্বামী আব্দু শুক্কুর বলেন, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মুকুল/ডিসি