এক মোবাইলের খোঁজ নিতে গিয়ে ধরা পড়ল মাহফুজের ৭ চুরি

আনোয়ারার বৈরাগ ইউনিয়ন থেকে মনজুর ইসলাম মাহফুজ (২০) নামে এক মোবাইল চোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : চট্টগ্রাম মেডিকেলে অভিযানে ধরা খেল মোবাইল চোর

জানা যায়, আটক মাহফুজ উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মোবাইল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে বৈরাগ থেকে একটি মোবাইল চুরি হয়ে যায়। পরে সন্দেহজনকভাবে মাহফুজকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে। এসময় সে ৭টি মোবাইল চুরি করার বিষয়ে স্বীকারোক্তি দেয়।

Yakub Group

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মো. হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার রাতে স্থানীয়রা এক মোবাইল চোরকে ধরে থানায় দিয়ে যায়। মামলা দায়ের করে তাকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।

কাঞ্চন শীল/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!