এক বৃষ্টিতে ‘ভেঙে চুরমার’ লালদীঘি মুক্তমঞ্চের দেয়াল

এক বৃষ্টিতেই ভেঙে চুরমার হয়ে গেছে নতুন রূপে সজ্জিত নগরের ঐতিহাসিক লালদীঘিপাড়ের সীমানা প্রাচীর।

রোববার (৬ জুন) সকাল ১০টায় সীমানা প্রাচীরটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সীমানা প্রাচীরটির নিরাপত্তা রক্ষী।

সরেজমিন দেখা যায়, বৃষ্টিতে ঐতিহাসিক লালদীঘিপাড়ে সুসজ্জিত সীমানা প্রাচীরের দুটি অংশ ভেঙে পড়েছে। ফাটল ধরেছে আরও একটি অংশে। যে দুটি অংশ ভেঙে পড়েছে তার একটি অংশে লেখা আছে— হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ৬২’র ছাত্র আন্দোলন। অপর অংশে লেখা— ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচারণায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এছাড়া যে অংশে ফাটল ধরেছে সেখানে লেখা আছে— বাঙালির মুক্তির সনদ ৬-দফা আদায়ের দাবিতে রাজপথে আন্দোলনরত জনতা।

এদিকে ভেঙে পড়া সীমানা প্রাচীরটি সরিয়ে নিতে দুপুর দেড়টায়ও সেখানে কাজ করছিলেন চার শ্রমিক।

সীমানা প্রাচীরের নিরাপত্তারক্ষী আলোকিত চট্টগ্রামকে জানান, ভারী বৃষ্টিপাতের সময় সকাল ১০টার দিকে সীমানা প্রাচীরটি হঠাৎ ভেঙে পড়ে। তবে ভেতরে কেউ না থাকায় কোনো ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, লালদীঘি মাঠটিকে দৃষ্টিনন্দন করতে গতবছর কাজ শুরু করে সরকার। শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে। বঙ্গবন্ধু মাঠের যে স্থানে দাঁড়িয়ে ছয় দফা ঘোষণা করেছিলেন সেখানে তৈরি করা হয় মুক্তমঞ্চ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!