এক ধাক্কায় শেষ ‘মাধবী’, ঢেউয়ে নুয়ে পড়ল জেলা পরিষদ রেস্টহাউস

কক্সবাজার বৈরী আবহাওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ের ধাক্কায় ধসে পড়েছে জেলা পরিষদের রেস্টহাউস ‘মাধবী’।

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় স্থাপিত রেস্টহাউস ভবনটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কক্সবাজার জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার সকালের দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক জানান, সাগর উত্তাল থাকায় ঢেউয়ের ধাক্কায় ধসে পড়ে রেস্টহাউসটি। তবে এ সময় সেখানে কেউ না থাকায় হতাহত হয়নি।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!