এক ডোজেই করোনা দূর!

দুটি নয়, মাত্র এক ডোজেই করোনাভাইরাস প্রতিরোধ করা যাবে- এমনই দাবি রাশিয়ার। স্পুতনিক-ভির একটি ডোজই করোনাভাইরাস প্রতিরোধে যথেষ্ট বলে দাবি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তবে স্পুতনিকের দুটি ডোজ ও একটি ডোজের কার্যকারিতার ফারাক কিছুটা থাকবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বিবৃতিতে দাবি করা হয়েছে, স্পুতনিক-ভি টিকার দুটি ডোজ নিলে এর কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।  

রাশিয়ার তৈরি এই টিকা বিশ্বের ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ও আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক ভি অনুমোদন দেয়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!