এক চোরকে ধরতে গিয়ে পুলিশের জালে চোরচক্র

নগরের বন্দর থানার পৃথক অভিযানে সাত বাইসাইকেল উদ্ধারসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নগরের বন্দর, হালিশহর, পাহাড়তলী ও কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বন্দর থানা পুলিশ।

আটকরা হলেন- আলী আকবর (২৬), মো. শাহজাহান (৫৭), মো. মাসুদ (৩৬), মো. খায়রুল আমিন রাজু (৩৬) ও মো. মানিক (৩০)।

আরও পড়ুন : দিনদুপুরে মসজিদের দানবাক্সের টাকা নিয়ে গেল চোর, সঙ্গে আইপিএসের ব্যাটারিও

বন্দর থানা সূত্রে জানা যায়, বন্দর থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বাইসাইকেলের তদন্ত করতে গিয়ে ১টি সাইকেলসহ আলী আকবর নামে এক সাইকেল চোর পুলিশের হাতে আটক হয়। সেই চোরের সূত্র ধরে নগরের মধ্যম পশ্চিম হালিশহর, পাহাড়তলী ও কোতোয়ালী রেলস্টেশন এলাকা থেকে ৬টি বাইসাইকেল উদ্ধার করা হয়। সঙ্গে চারজনকে আটক করে পুলিশ। তারা নগরের বিভিন্ন স্থান থেকে সাইকেল চুরি করে বিভিন্ন লোকের কাছে রাখতেন। পরে তাদের পরিচিত সহযোগী লোকদের কাছে বিক্রি করতেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল নোমান আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৭টি বাইসাইকেলসহ চোরচক্রের ৫ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরি করে পরিচিত সহযোগী লোকদের কাছে বিক্রি করে আসছিল।

তিনি আরও বলেন, ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক আলী আকবর ও মো. মানিকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!