একলা ঘরে খেলতে গিয়ে আগুনে অঙ্গার শিশু

মহেশখালীতে অগ্নিকাণ্ডে আনাফ হোসেন সাবিদ (৬) নামে এক শিশু পুড়ে মারা গেছে। এছাড়া আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী হোসেন আলী শিশু সাবিদের বাবা ও বাড়ির মালিক।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলেও শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির ভেতর থেকে।

আরও পড়ুন : আলীকদমে ভোরের আগুনে পুড়ল ১২ দোকান-বসতঘর

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) দুপুর ৩টায় ব্যবসায়ী হোসেন আলীর পরিবারের সদস্যরা  বাইরে অবস্থানের সময় শিশু সাবিদ বাড়ির ভেতরে দিয়াশলাই নিয়ে প্রদীপ জ্বালায়। এরপর দরজা বন্ধ করে  খাবার খুঁজতে থাকে। একপর্যায়ে হঠাৎ কাপড়ে আগুন ধরে গেলে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় সাবিদ বাড়ির ভেতর আগুনে পুড়ে মারা যায়।

Yakub Group

এছাড়া আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ছোট মহেশখালীর ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।