একলা ঘরে কিশোরের লাশ

রাউজানে মো. ইরফাত নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গশ্চি গ্রামের আবুল খায়ের মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

ইরফাত গশ্চির পাঠানপাড়ার প্রবাসী মো. খোকনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার বড় ছিল।

স্থানীয়রা জানান, প্রবাসী খোকন গশ্চি গ্রামের আবুল খায়ের মাতব্বর বাড়িতে নতুন ভিটেতে টিনশেডের ঘর করেন। সেখানেই তার পরিবার থাকে। শুক্রবার প্রবাসী খোকনের স্ত্রী ছোট সন্তানকে নিয়ে পাঠানপাড়ার পুরনো বাড়িতে যান৷ তখন ইরফাত ঘরে একা ছিল। বিকেল পৌনে পাঁচটার দিকে রান্নাঘরের ছাদের কাঠের ভিমের সঙ্গে রশিতে ফাঁস লাগানো অবস্থায় ইরফাতকে দেখতে পান পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm