একযুগের কোমার অবসান, চলে গেলেন ড. সেনের উমা

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সহধর্মিণী উমা সেনগুপ্তা (৭২) মারা গেছেন।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ১টা ১ মিনিটে তিনি নগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ইন্দ্রাণী সেন, এক নাতি ও এক নাতনি রেখে গেছেন। উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে দীর্ঘ এক যুগ তিনি অর্ধ-কোমায় ছিলেন।

উমা সেনগুপ্তা ১৯৪৮ সালের ১০ সেপ্টেম্বর বোয়ালখালীর কানুনগোপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সুবোধ বল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার দুই ভাই টেগরা বল ও প্রভাস বল জালালাবাদ যুদ্ধে শহীদ হন। বড় ভাই লোকনাথ বল এই যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।

১৯৬৬ সালের শেষদিকে ড. অনুপম সেনের সঙ্গে উমার বিয়ে হয়। ২০০২ সালে ঢাকায় মেয়ের বাসায় স্ট্রোকে তার ডান পা ও ডান হাত অবশ হয়ে যায়। এরপর ২০০৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে কোমায় চলে যান উমা।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!