একদিনে দ্বিগুণ—করোনার তীব্রতা বাড়ার শঙ্কায় চট্টগ্রাম

চট্টগ্রাম চট্টগ্রামে করোনার বিস্তার অব্যাহত আছে। একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়ে হয়েছে দ্বিগুণ। এরপরও বাড়ছে না সচেতনতা। এ অবস্থায় যেকেনো সময় এ মহামারী আবারও তীব্র আকার ধারণ করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৪ জন। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আশার খবর হচ্ছে, এর ভেতরেও মৃত্যুশূন্য দিন পার করছে চট্টগ্রাম। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকালও চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: নিবন্ধন ছাড়াই ৮০০ কারাবন্দি পেল করোনার টিকা, জামিনে থাকলেও মিলবে দ্বিতীয় ডোজ

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন, চটগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন এবং মেডিকেল হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

শনাক্ত সবাই নগরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৪৫৩ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৩১ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!