এওচিয়ায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের আয়োজন

মহান বিজয় দিবসে সাতকানিয়ার এওচিয়া ইউনয়িন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আলোচনা সভা করে। শুক্রবার (১৬ ডিসেম্বর) এওচিয়ার টেক মাঠে এ আয়োজন করা হয়।

এওচয়িা ইউনয়িন আওয়ামী লীগ সভাপতি নাজিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এওচিয়া ইউনয়িন পরিষদ চেয়ারম্যান ও সাতকানয়িা উপজলো আওয়ামী লীগের সদস্য আবু ছালেহ।

আরও পড়ুন: নৌকা পার্থী আবু ছালেহর সমর্থনে এওচিয়া আওয়ামী লীগের কর্মিসভা

এওচিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এওচয়িা ইউনয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm