এই প্রথম’ বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত হলো গুগল-অ্যামাজন

এই প্রথম বাংলাদেশের ভ্যাট নিবন্ধিত হলো টেক জায়ান্ট গুগল-অ্যামাজন।

গত সপ্তাহে ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে গুগল ও অ্যামাজন।

প্রতিষ্ঠান দুটি এখন দেশ থেকে উপার্জিত আয়ের ১৫ শতাংশ ভ্যাট দেবে।

গত ২৩ মে গুগল এবং গত ২৭ মে অ্যামাজন ভ্যাট নিবন্ধন পেয়েছে। এর আগে, ব্যাংকের মাধ্যমে তাদের ভ্যাট প্রদান করতো প্রতিষ্ঠান দুটি ।

দেশে গুগল ও অ্যামাজনের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ কাজ করবে। প্রতিষ্ঠানটি ভ্যাট রিটার্ন দাখিল তৈরিসহ ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষায় সহায়তা করবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!