চট্টগ্রামে এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ২৩৫ পরীক্ষার্থী। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে মানবিক বিভাগের ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : এইচএসসি পরীক্ষার শুরুতেই আসেনি ১২৩০ জন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরে ৬৯ পরীক্ষা কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে আজকের পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৫৪০ জন। ৮৩০ জন পরীক্ষা দিতে আসেনি৷
কক্সবাজার জেলায় ১৮ পরীক্ষাকেন্দ্রে ১০ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ২৯৩ জন, অনুপস্থিত ছিল ১৭৪ জন। রাঙামাটি জেলায় ১০ পরীক্ষাকেন্দ্রে ৪ হাজার ৪৬৩ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৩৯৩ জন, অনুপস্থিত ৭০ জন। খাগড়াছড়ি জেলায় ১০ পরীক্ষাকেন্দ্রে ৫ হাজার ৯২২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৮৩১ জন, অনুপস্থিত ৯১ জন। বান্দরবান জেলায় ৮ পরীক্ষাকেন্দ্রে ৩ হাজার ৯৬ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ২৬ জন, অনুপস্থিত ৭০ জন। মোট অনুপস্থিত পরীক্ষার্থী ১ হাজার ২৩৫ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম