চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১ হাজার ২৩০ পরীক্ষার্থী। এদিন সকাল ১০টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। তবে প্রথম দিনের পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরে ৬৯ পরীক্ষা কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে আজকের পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৫২৬ জন। ৮৪৪ জন পরীক্ষা দিতে আসেনি৷
আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা : যে নির্দেশনা দিল চট্টগ্রাম বোর্ড—সিএমপি
কক্সবাজার জেলায় ১৮ পরীক্ষাকেন্দ্রে ১০ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেঢ ১০ হাজার ৩০৯ জন, অনুপস্থিত ছিল ১৫৮ জন। রাঙামাটি জেলায় ১০ পরীক্ষাকেন্দ্রে ৪ হাজার ৪৬৩ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৩৯৩ জন, অনুপস্থিত ছিল ৭০জন। খাগড়াছড়ি জেলায় ১০ পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার ৯২২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৮৩৩ জন, অনুপস্থিত ৮৯ জন। বান্দরবান জেলায় ৮ পরীক্ষাকেন্দ্রে ৩ হাজার ৯৬ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ২৭ জন, অনুপস্থিত ৬৯ জন। মোট অনুপস্থিত পরীক্ষার্থী ১ হাজার ২৩০ জন।
প্রসঙ্গত, ১১৫ কেন্দ্রে মোট ৮৮ হাজার ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৮৮ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম