এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের খাবার দিলেন ব্যারিস্টার সওগাতুল

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করেছেন আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইপিজেড ১ নম্বর নাবিক কলোনির সামনে এ খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই আসেনি ৪৫৫ পরীক্ষার্থী

এসময় ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলছি আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তবে এই কাজে শিক্ষার কোনো বিকল্প নেই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিকড় ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ হোসেন রাসেল, মো. জাহাঙ্গীর আলম সুজন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. বেলাল, ইফতেখার জিসান, নারী নেত্রী কাঁকন ও মো. ফারুক।

Yakub Group

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!