ঋণখেলাপি—৩ চেয়ারম্যান প্রার্থীকে ‘অবৈধ’ ঘোষণা, ব্যাংকের ‘অনাপত্তিপত্র’ দিলেন একজন

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ও মগবান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন জমা দেওয়া তিনজন প্রার্থীকে ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সালমা নাজনিন মনোনয়নপত্র বাছাইকালে এ ঘোষণা দেন।

ঋণখেলাপিরা হলেন- রজ্ঞন মনি চাকমা (সাপছড়ি ইউপি), নিরু চাকমা (সাপছড়ি) ও মগবান ইউপি চেয়ারম্যান প্রার্থী সজিব চাকমা।

আচরণবিধি সাপেক্ষে তাদেরকে আজ সোমবার দুপুর ৩টার মধ্যে বৈধ বা ব্যাংক থেকে নন অবজেকশান সার্টিফিকেট জমা দিতে পারলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে বলে জানান ইসি।

আরও পড়ুন : বাগদাদ গ্রুপের এমডি ঋণখেলাপি ফেরদৌসকে ধরল পুলিশ

এদের মধ্যে মগবান ইউপি চেয়ারম্যান প্রার্থী সজিব চাকমা বিকালে মুঠোফোনে আলোকিত চট্টগ্রামকে বলেন, ঋণ পরিশোধ করা হয়েছে মর্মে ব্যাংকের অনাপত্তিপত্র নির্বাচন কমিশন অফিসে জমা দিয়েছি।

জানা গেছে, সাপছড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রজ্ঞন মনি চাকমা মনোনয়ন নেন।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!