‘উস্কানিমূলক স্ট্যাটাস’, আটক দুই মাদ্রাসাছাত্র এক দিনের রিমান্ডে

হিন্দুদের পবিত্র তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে আজান দিয়ে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাসের অভিযোগে আটক দুই মাদ্রাসাছাত্রের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- মু. শিব্বির বিন নজির (২১) ও রিফাত খন্দকার (২১)। তারা ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী।

আরও পড়ুন: হিন্দুদের তীর্থস্থানে নামাজ পড়ে ‘উস্কানিমূলক স্ট্যাটাস’, আটক সেই যুবক

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। সীতাকুণ্ড থানায় শিব্বির ও রিফাতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, শিব্বির ও রিফাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!