ট্রাক উল্টে নিচে চাপা চালক-হেলপার, ৯৯৯-এ কলে বাঁচল জীবন

নগরের বহাদ্দারহাট এলাকার আর বি কনভেনশনের সামনে মালবাহী ট্রাক উল্টে ২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : বেপরোয়া গতি—ট্রাক উল্টে নিহত ২, আহত ৫

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বহাদ্দারহাট আর বি কনভেনশনের সামনে ট্রাকের মুখোমুখি একটি সিএনজি অটোরিকশা চলে আসে। মালবাহী ট্রাকটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে চালক ও হেলপার। পরে প্রত্যক্ষদর্শী মামুন নামের একজন জরুরি পরিসেবা ৯৯৯-এ কল করলে চান্দগাঁও থানা পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মামুন বলেন, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ দেখি সিএনজি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে একটি দ্রুতগতির ট্রাক উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ সময় আমি ৯৯৯-এ কল করলে চান্দগাঁও থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!