উপকূলে বজ্রপাত—কৃষক নিহত, স্কুলছাত্র আহত

সীতাকুণ্ডের সাগর উপকূলে বজ্রপাতে মো. এস্কান্দর হোসেন (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন বদরুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্র।

রোববার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের বাসিন্দা এস্কান্দর হোসেন (৫৬) প্রতিদিনের মতো সাগর উপকূলে গরু চড়াতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি নিহত হন।

এদিকে বজ্রপাতে গুরুতর আহত হয় একই গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্র বদরুল হাসান (১৪)। স্থানীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

মুরাদপুর ৪নং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী (বাবু)  আলোকিত চট্টগ্রামকে বলেন, সাগর উপকূলে গরু-ছাগল চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষক এস্কান্দর হোসেন নিহত হন। বদরুল হাসানকে গুরুতর আহত অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

সালাউদ্দিন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!