উদ্ধারে গিয়ে গুলিবিদ্ধ ৩, মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন টেকনাফের অপহৃত ২ কৃষক

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন অপহৃত ২ কৃষক। এছাড়া তাঁদের উদ্ধারে গিয়ে স্থানীয় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাড়ি ফিরেন তাঁরা। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সকালে হোয়াইক্যং কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন— টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে জাগির হোসেন (৩৮) ও মৃত এজাহার মিয়ার ছেলে জকির আহমদ (৪০)।

এদিকে পুলিশ বলছে, অপহৃতরা বাড়ি ফিরলেও মুক্তিপণ দেওয়ার বিষয়ে তারা অবগত নন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত ছিল।

আরও পড়ুন: ফটিকছড়ির অপহৃত সাবেক ইউপি চেয়ারম্যান রাউজানে উদ্ধার, গ্রেপ্তার ৫

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে হোয়াইক্যং কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করা হয়। এরপর তাদের উদ্ধারে স্থানীয়রা পাহাড়ে গেলে অপহরণকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় তিনজন গুলিবিদ্ধ হন। পরে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহযোগিতায় অপহরণে জড়িত থাকার অভিযোগে ২ যুবককে আটক করে। তবে অপহৃতদের উদ্ধার করা যায়নি।

অপহৃত জকির আহমদ বলেন, আমাদের দুজনকে নিয়ে যাওয়ার পর থেকে অমানবিক নির্যাতন করে অপহরণকারীরা। এরপর ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে আমরা ফিরে আসি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাহার হোসেন বলেন, গত বুধবার দুকৃষককে অপহরণের খবরে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করি। এদের একজন ডাকাত। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। আজ সকালে অপহৃতরা বাড়িতে ফিরে এসেছে বলে জেনেছি।

যোগাযোগ করা হলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ দেওয়ার বিষয়টি অবগত নই। তবে অপহৃতদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত ছিল।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm