বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও সন্দ্বীপের কৃতী সন্তান আব্দুল কাদের মিয়া উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংগঠনের সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল কাদের মিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়। চিঠিটি তাঁর হাতে তুলে দেন নিউইয়র্ক সফররত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।
আরও পড়ুন: উত্তর জেলা যুবলীগ—সম্মেলনে পরশের কড়া বার্তা
আব্দুল কাদের মিয়া নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগ যুক্তরাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ডা. ফজলুল হাজেরা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৯১-৯২) ও গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের (১৯৮৯-৯০) দায়িত্ব পালন করেন।
আব্দুল কাদের মিয়া নিউইয়র্ক অঞ্চলের একজন নির্মাণ ব্যবসায়ী। তিনি ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন এবং এ ফাউন্ডেশনের ব্যানারে দেশ ও প্রবাসের অসহায় মানুষদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে উপদেষ্টা মনোনীত হওয়ায় উত্তর জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল কাদের মিয়া।