উত্তরে জন্মাষ্টমীর নেতৃত্বে অশোক—জুয়েল, ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লায়ন অশোক কুমার নাথকে সভাপতি এবং রোটারিয়ান জুয়েল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এ কমিটির অনুমোদন দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।

আরও পড়ুন : জন্মাষ্টমী উদযাপন পরিষদ মহানগর কমিটির সভাপতি লায়ন শংকর, সম্পাদক ডা. রাজীব

কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm