মিরসরাইয়ে পানিতে ডুবে মো. জিহাদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের হাজী মিন্নত আলী মিস্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই বাড়ির মেজবা উদ্দিন সোহেলের ছোট ছেলে।
আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবল ৩ বছরের শিশু
স্থানীয়রা জানান, শিশু জিহাদ বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। পরে তারা দেখতে পান জিহাদ পুকুরের পানিতে ভাসছে। সেখানে থেকে স্বজনরা উদ্ধার করে তাকে উপজেলা স্থাস্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সতত্য নিশ্চিত করেন করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তাহের আহমেদ।