ঈদের পর ফের কঠোর বিধিনিষেধ

চলমান ‘কঠোর বিধিনিষেধ’ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শর্তসাপেক্ষে শিথিল করা হচ্ছে। যা বহাল থাকবে ২২ জুলাই পর্যন্ত। ২৩ জুলাই থেকে দেশে ফের ‘কঠোর বিধিনিষেধ’ জারি করা হবে।

সোমবার (১২ জুলাই) এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে শিথিল করা হবে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

প্রসঙ্গত, করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে এখন ‘কঠোর লকডাউন’ চলছে। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৫ জুলাই থেকে বিধিনিষেধ শিথিল করা হবে।

Yakub Group

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত মার্কেট-শপিংমল খোলা রাখা ও গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!