ঈদযাত্রা: সিটি গেটে দুই শতাধিক গাড়ি আটক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে রাতের আঁধারে ও ভোরে নগর ছাড়ছে বিভিন্ন জেলার মানুষ। এ লক্ষ্যে নগরের সিটি গেট এলাকায় নজরদারি বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগ জানায়, ঈদকে সামনে রেখে সোমবার (১০ মে) রাত থেকে শুরু করে মঙ্গলবার (১১ মে) সকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক গাড়ি আটক করা হয়েছে । আটক গাড়ির মধ্যে বাস, হাইস, মাইক্রো ও প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের রয়েছে।

সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন জানান, করোনা মহামারির সংক্রমণ রোধ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে আন্তঃজেলা বাস, যাত্রীবোঝাই পণ্যবাহী গাড়ি আটক করা হচ্ছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!