ইয়াস: সচেতনতায় কক্সবাজারে দিনভর ছাত্রলীগের নানা কর্মসূচি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশে আঘাত না হানলেও প্রভাব ফেলেছে কক্সবাজারসহ সমুদ্র উপকূলবর্তী এলাকায়।

স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের কারণে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। পাশাপাশি দেখা দিয়েছে পাহাড়ধসের শঙ্কাও।

আর এই দুর্যোগ ও পাহাড়ধস নিয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা পালন করেছে বিভিন্ন কর্মসূচি।

বুধবার (২৬ মে) জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফের পক্ষ থেকে কক্সবাজার শহর এলাকা, কুতুবদিয়া, মহেশখালী, হিমছড়ি, দরিয়ানগরসহ বিভিন্ন এলাকায় সারাদিন মাইকিং এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, প্রতিটি দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পানিবন্দী ও পাহাড়ধসের শঙ্কা থাকা এলাকাগুলোর মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm