ট্রাভেল ব্যাগে দেড় কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ‘চট্টগ্রাম শহরে’

ট্রাভেল ব্যাগে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে র‌্যাবের হাতে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ৪৯ হাজার ২৮০ ইয়াবা জব্দ করা হয়।

আটক দুইজন হলেন- মো. ইউসুফ (৩৫) ও মো. সেলিম হোসেন (৩৫)। ইউসুফ কক্সবাজারের উখিয়ার পুরাতন রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্প ২ নম্বর ব্লকের ছালামত উল্লাহর ছেলে। সেলিম বান্দরবানের আলীকদমের সাবের মিয়াপাড়া এলাকার আব্দুর হাকিমের ছেলে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ইয়াবার গডফাদার স্কুলশিক্ষক!

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের হাতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

Yakub Group

আটক দুইজনকে নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!