ইয়াবা নিয়ে যাচ্ছিল ঢাকা, আটক ফিরিঙ্গীবাজারে

ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে ৭ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার সাহাব মিয়ার ছেলে আবুল মনজুর ওরফে মঞ্জুর আলম (২৮) ও সাতকানিয়া গারাঙ্গিয়ার মৃত সোনা মিয়ার ছেলে মো. সাহাব উদ্দিন (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে ঢাকায় বিক্রির আশায় যাচ্ছিলেন দুই জন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর এসআই বোরহান উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে ফিরিঙ্গীবাজার ব্রিকঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আবুল মনজুরের শরীর তল্লাশি করে ৪ হাজার পিস ও সাহাব উদ্দিনের শরীর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের নামে কর্ণফুলী থানায়ও মাদক মামলা রয়েছে।

ইয়াবাগুলো টেকনাফের মো. আবুল কালাম নামের এক ব্যক্তির কাছ থেকে কিনেছে বলে জানায় আটককৃতরা।

ডিসি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!