মিরসরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হাদি ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- কক্সবজার জেলার ঈদগাহ থানার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া এলাকার আবু জাফর আনসারী ছেলে ইয়াহিয়া কবির শোয়াইব (২৫) ও তার স্ত্রী নাজমা আলম নোভা (২২)।
আরও পড়ুন : ৩ কোটি টাকার ইয়াবা রাখা রোহিঙ্গা যুবককে ১০ বছর জেলে থাকতে হবে
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হাদিফকিরহাট এলাকার একটি যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াহিয়া কবির শোয়াইব ও তার স্ত্রী নাজমা আলম নোভাকে আটক করি। এ সময় তাদের সঙ্গে থাকা একটি হাত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো তারা ঢাকা নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছে। এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হচ্ছে এবং শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।