ইয়াবা কিনতে টাকা না পেয়ে মেরে কপাল ফাটাল বৃদ্ধ বাবার

ইয়াবা কেনার টাকা না পেয়ে মেরে বৃদ্ধ বাবার কপাল ফাটিয়েছে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) নামে এক পাষণ্ড ছেলে।

অভিযোগ পেয়ে শনিবার (২ অক্টোবর) ভোরে নগরের কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইনের বাসা থেকে শাখাওয়াতকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

আরও পড়ুন: দুই তরুণের কাছে ১৫ কোটি টাকার ইয়াবা!

থানার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাসার বাথরুমে অজু করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরী। এ সময় তাঁর মাদকাসক্ত বড় ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃদ্ধ বাবাকে মারধর করে বাথরুমে ফেলে দেয় সে। এরপর চেয়ার দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এ সময় চিৎকার শুনে স্ত্রী ছুটে এলে তাঁকেও প্রাণনাশের হুমকি দেয় শাখাওয়াত। পরে জাফরুল আলম চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, বাবাকে মারধরের ঘটনায় কাপাসগোলার নিজ বাসা থেকে ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে মারধরের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শাখাওয়াত।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!