সাগরপথে বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে আনোয়ারা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আনোয়ারা গহীরা এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন- আনোয়ারার উত্তর পাড়ুয়াপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. জাফর (৬৫) ও উত্তরপাড়ার মৃত সালেহ আহম্মেদের ছেলে মো. আব্দুল করিম (৩৩)।
আরও পড়ুন: ইয়াবা বিক্রেতা তরুণীর সঙ্গে ৩ যুবক আটক
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, সাগরপথে মিয়ানমার থেকে চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে গহীরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। পরে একটি বোটে তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই জনকে আটক করি। জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে পাইকারি দামে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ/ডিসি