কক্সবাজার থেকে পাইকারি দরে ইয়াবা আনছিল ইলিয়াছ, বাকলিয়ায় ধরা

নগরে ৮৭ লাখ টাকা মূল্যের ২৮ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ রায়হান শেখ ওরফে ইলিয়াছ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টার দিকে বাকলিয়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটক মো. রায়হান শেখ ওরফে ইলিয়াছ (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চল্লাদি এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে।

আরও পড়ুন: উত্তাল সাগর পাড়ি দিয়ে দেড় কোটি টাকার ইয়াবা আনছিল ২ যুবক

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে— এমন সংবাদে বাকলিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবকের দেখানো গ্যাস সিলিন্ডারে লুকানো ২৮ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহার প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!