মিরসরাইয়ে ২৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন : ৪ ইয়াবা কারবারি ধরল পুলিশ
কামাল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কলিযুগ এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এসআই রাজিব পোদ্দারের নেতৃত্বে একটি দল হাদি ফকিরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় কামাল হোসেনের কাছে ২৫০ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।