দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং স্টেশনের পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রিফাইনারি ফায়ার ইউনিয়নসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কাজ করে।
ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা আলোকিত চট্টগ্রামকে বলেন, আমাদের ফায়ারিং ব্যবস্থা ভালো হওয়ার কারণে বাহিরের অল্প সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে ব্যাপক আগুন হওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
তিনি আরো বলেন, বৈদ্যুতিক স্পার্ক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য নেওয়া বন্ধ।