আগামী ১ জুলাই (শুক্রবার) শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নন্দনকানন ইসকন মন্দিরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রথযাত্রা উৎসবে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।
নন্দনকানন ইসকন মন্দির অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন বড়ুয়া, শেষরূপ দাস ব্রহ্মচারী, সুবলসখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী ও কিশোর দাস।
আরও পড়ুন: ইসকনের ২৬ জনের ‘কাঁধে উঠল’ প্রবর্তক সংঘের মামলা
এবার রথযাত্রায় চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের সুনামধন্য ২২টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেবেন বিভিন্ন পৌরাণিক সাজে। এছাড়া ১২০টির বেশি সংগঠন তাদের নিজস্ব ব্যানারে অংশ নিবে।
এদিকে প্রস্তুতি সভায় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
আগামী ১ জুলাই (শুক্রবার) ও ৮ জুলাই (শুক্রবার) নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির এবং ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হবে রথযাত্রা। চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় ইসকনের তত্ত্বাবধানে চট্টগ্রাম ইসকন আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের ২৫তম (রজতজয়ন্তী) রথযাত্রা উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
আরও পড়ুন: ‘অনৈতিক কর্মকাণ্ড’ ইসকনের সঙ্গে চুক্তি বাতিল করবে প্রবর্তক সংঘ
১ জুলাই রথযাত্রায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান হবে। এছাড়া জগন্নাথদেবের মধ্যাহ্নকালীন ভোগারতি, ধর্ম মহাসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে জেএম সেন হলে সপ্তাহজুড়ে ভাগবদ সপ্তাহ পালন করা হবে।
মহাশোভাযাত্রা নন্দনকানের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সামনে ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেরাগি পাহাড়-আন্দরকিল্লা-বক্সিরহাট- লালদীঘি পাড়-কোতোয়ালী মোড়-নিউমার্কেট-আমতল-বোস ব্রাদার্স হয়ে নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে।
আলোকিত চট্টগ্রাম
মন্তব্য নেওয়া বন্ধ।