সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার (২৫ডিসেম্বর) সকালে যমুনা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হচ্ছেন- বগুড়ার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান মিলন (৪০) ,গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের সিদ্দিকের ছেলে মামুন ফিরোজ (২৪) এবং নাটোর জেলার গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মো. সোহেল রানা (২৫)।
আরও পড়ুন : মশা মারার ব্যাটের সুইচ টিপতেই বিস্ফোরণ, মুহূর্তেই দগ্ধ একই পরিবারের ৬ জন
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার সময় উপজেলার শীতলপুর সমুদ্র উপকূলে অবস্থিত যমুনা স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে অক্সিএসিটিলিন গ্যাসের আগুন স্পার্ক করে বিস্ফোরণ ঘটে। এতে দাহ্য পদার্থে ছড়িয়ে পড়লে কর্মরত চার শ্রমিক অগ্নিদগ্ধ হন। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার সকাল ৮টার দিকে যমুনা স্টিলে কাজ করার সময় অক্সিএসিটিলিন গ্যাসের আগুন থেকে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।