সিনেমা প্যালেসে ইয়াবা বেচতে এসে পুলিশের জালে ফটিকছড়ির তরুণী

নগরে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাপড়ী শীল (৩০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানা এলাকার কে সি দে রোড সিনেমা প্যালেস শফি সওদাগরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক পাপড়ী শীল ফটিকছড়ি থানার নানুপুর কিফাত নগর এলাকার রঞ্জিত শীলের স্ত্রী।

আরও পড়ুন: চট্টগ্রামে ৬০০ ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিল কক্সবাজারের যুবক

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, কে সি দে রোড সিনেমা প্যালেস মোড়ে শফি সওদাগরের দেকানের সামনে ইয়াবা বিক্রির জন্য এক নারী অবস্থান করছেন— এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পাপড়ী শীলকে আটক করি। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক আরও বলেন, আটক নারী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm