বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় থানার সামনে চেকপোস্টে তাকে আটক করা হয়।
শেখ সাইফুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়া গ্রামের মৃত আহদুল্লার ছেলে।
আরও পড়ুন : ইয়াবার ‘বড়’ চালান—৩ আসামি খালাস, রফিকুলের যাবজ্জীবন
পুলিশ জানায়, আটক শেখ সাইফুর রহমানের মোটরবাইক তল্লাশি করে সিটের নিচে পলিথিন ব্যাগ ভর্তি ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরবাইকটিও জব্দ করা হয়। কক্সবাজার থেকে বাইকে ইয়াবা নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল শেখ সাইফুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার আলোকিত চট্টগ্রামকে বলেন, ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
ইউবি/আরবি