ইভিএমে ভোট : বাঁশখালীতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ চলছে

আগামী ১৬ জানুয়ারি হবে বাঁশখালী পৌরসভার নির্বাচন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দুদিনের ইভিএম প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।

আরও পড়ুন: ভোটের ফল জালিয়াতি করেছেন প্রিজাইডিং অফিসার

জানা গেছে, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১২ জন প্রিসাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৮৩ জন পোলিং অফিসারকে ইভিএমে ভোট নিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মু. ফয়সাল আলম এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন।

Yakub Group

প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মু. কামরুল আলম ও বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ।

উজ্জ্বল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।