নগরের ইপিজেড থানার কলসী দীঘির পাড় এলাকায় আগুনে পুড়ে আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মে) সকালে কলসি দীঘির পাড় এলাকার ধুমপাড়া শাহবুদ্দিন শাহ মাজারের সামনের দোকান ও বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আব্দুল করিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।
তিনি বলেন, আগুনের ধ্বংসস্তূপ থেকে একটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি একসাথে কাজ করেছে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।