ভারতের সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র চ্যাম্পিয়ন হলেন পবনদীপ রাজন। এর মাধ্যমে শেষ হলো দীর্ঘ আট মাসের সফর।
রোববার (১৫ আগস্ট) এই প্রতিযোগিতার ১২তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে মধ্য রাত পর্যন্ত চলে এই আয়োজন। গ্র্যান্ড ফিনালেতে অন্য প্রতিযোগীরা ছিলেন অরুণিতা কাঞ্জিলাল, নিহাল তাওরো, মোহাম্মদ দানিশ, শানমুখ প্রিয় এবং সায়লি কাম্বলে। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও সায়লি কাম্বলে।
আরও পড়ুন: ‘জামিন পেলে’ পালিয়ে যেতে পারেন পরীমনি
‘ইন্ডিয়ান আইডল’র এবারকার আসরে বিচারকের দায়িত্ব পালন করেছেন সোনু কাক্কার, অনু মালিক এবং হিমেশ রেশমিয়া। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আদিত্য নারায়ণ। গ্র্যান্ড ফিনালেতে তার সঙ্গে উপস্থাপনায় ছিলেন জয় ভানুশালি।
প্রসঙ্গত ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের চম্পাওয়াতের ছেলে পবনদীপ। তিনি ২০১৫ সালের ‘দ্য ভয়েস ইন্ডিয়া’র চ্যাম্পিয়ন। তার বাবা সুরেশ রাজন স্থানীয় কৌমানী লোকশিল্পী। পবনদীপ চম্পাওয়াতের ইউনিভার্সিটি সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। আর স্নাতক করেছেন কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে।
আলোকিত চট্টগ্রাম