ইনানী সৈকতে ভেসে এলো ২ লাশ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে আরও দুজনের মরদেহ ভেসে এসেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইনানীর মো. শফির বিল সৈকত এলাকা থেকে মরদেহ দুটি পাওয়া যায় বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম। তবে এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তির নাম মো. আব্দুল করিম (৩৫)। তিনি বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। তিনি আবুল বশরের মালিকানাধীন এফবি আব্দুল ছামাদ সাহা নামের ট্রলারের জেলে ছিলেন।

আরও পড়ুন : কক্সবাজার—ঝাউবনে ঝুলছিল যুবকের লাশ, ইনানী সৈকতেও নিথর দেহ

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঝড়ের কবলে পড়ে ইনানি সৈকতেরে কাছে এসে ডুবে যায় এফবি আব্দুল ছামাদ সাহার ট্রলার। আজ দুপুরে ইনানী সৈকতে দুটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে। পরে লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ট্রলার মালিক আবুল বশর বলেন, ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু আব্দুল করিমসহ দুজন নিখোঁজ ছিলেন। আজ দুপুরের দিকে আব্দুল করিমের মরদেহ ভেসে আসার খবরে আমরা নিশ্চিত হই তারা আর বেঁচে নেই।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm