বাকলিয়ায় সিগারেট না পেয়ে ইটের আঘাতে লাশ করে দিল বৃদ্ধকে

নগরের বাকলিয়ায় সিগারেট নিয়ে বাকবিতণ্ডার জেরে মো. ইউসুফ (৭৫) নামে এক নাইটগার্ডকে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (৩০ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে বাকলিয়া থানার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাকলিয়ায় যুবককে লাশ বানিয়ে পালাল ক্রেন চালক

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সোমবার ভোরের দিকে মোস্তফা নামের এক ব্যক্তি নাইটগার্ড ইউসুফের কাছে সিগারেট চান। এসময় একটি সিগারেট এনে দেয় ইউসুফ। কিছুক্ষণ পর আরও একটি সিগারেট চাইলে মোস্তফার সঙ্গে ইউসুফ বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ইউসুফকে ইট দিয়ে আঘাত করে মোস্তফা। এসময় ঘটনাস্থলে ইউসুফের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে ইউসুফের ছেলে বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরও বলেন, মোস্তফা প্রায়সময়ই নেশাগ্রস্ত হয়ে মাতলামি করতো। এছাড়া তার মানসিক সমস্যাও রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm