চট্টগ্রাম নগরীর বন্দর-পতেঙ্গা এলাকায় বিদ্যুৎচালিত অবৈধ ইজিবাইক (টমটম) থেকে চাঁদা তুলতে এবার তৈরি করা হয়েছে ‘বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন’। এতোদিন এসব অবৈধ গাড়ি চলাচলে ট্রাফিক পুলিশের কড়াকড়ি থাকলেও সম্প্রতি স্থানীয় চাঁদাবাজরা সংগঠনটি তৈরি করে সিন্ডিকেট গড়ে তুলেছে। আর এই সংগঠনের নামেই প্রতিদিন তোলা হয় চাঁদা।
ট্রাফিক পুলিশ জানায়, সংগঠনটির আদালতের আর্ডার কপি নিয়ে সন্দেহ রয়েছে। অর্ডারে অবৈধ এসব ইজিবাইক ও অটোরিকশা চালানোর বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই।
আরও পড়ুন: হালিশহরে ৩১ স্পটে চার্জ নামে চাঁদাবাজি, দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি রিকশা
অভিযোগ আছে, গত এক বছর যাবৎ অবৈধ টমটম বন্দর-পতেঙ্গা প্রায় বন্ধ ছিল। অনেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অভ্যন্তরীণ সড়কে টমটম চালালেও কাউকে চাঁদা দিতে হয়নি। কিন্তু ‘বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন’ নামের সংগঠন গঠনের পর প্রতিদিন দিতে হচ্ছে চাঁদা। ইতোমধ্যে পতেঙ্গার ছয়টি লেইন (সড়ক) থেকে এই সংগঠনের নামে এককালীন তিন লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। এছাড়া সংগঠনটির ‘স্টিকার’ দিয়ে প্রতি ইজিবাইক থেকে আড়াই থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বিভিন্ন সড়কে।
নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিমাবাদ সড়কের একাধিক টমটম চালক জানান, গত একবছর অভ্যন্তরীণ সড়কে তারা ইজিবাইক চালিয়েছেন। গত কয়েকদিন ধরে সড়কগুলোতে কিছু লোক সিন্ডিকেট করে স্টিকার দিয়ে চাঁদা আদায় করছে। প্রতি গাড়িতে আড়াই থেকে তিন হাজার টাকা করে চাঁদা দাবি করছে তারা। মুসলিমাবাদ সড়কে খলিল, নুরুল আবছার, আলী আকবর ও কামালরা আমাদের থেকে জোর করে টাকা আদায় করছেন।