রাউজানের উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম (৭০) আর নেই। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান তিনি।
সিরাজুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
আরও পড়ুন: ‘করোনায় উত্তরেই মৃত্যুকূপ’, শীর্ষে হাটহাজারী—রাউজান—সীতাকুণ্ড
আজ রাত ৯টায় মরহুমের নিজ গ্রামের স্থানীয় জামে মসজিদ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রাউজান ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, নোয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও উরকিরচর জনতা সংঘের সভাপতি এসএম জাহাঙ্গীর সুমনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।