ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ ও হিউমেনিটি’র তালিকায় দুর্গাপূজা

ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ ও হিউমেনিটি’র তালিকায় স্থান করে নিল হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ ডিসেম্বর থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হওয়া এ অধিবেশন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন : উগান্ডার ‘মোটিভ ক্রিয়েশন্স’ পেল প্রথম বঙ্গবন্ধু ইউনেস্কো পুরস্কার

গত বছর এই তালিকায় ‘কলকাতার দুর্গা পূজাকে’ স্থান দিতে ভারত থেকে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষক কমিটি এ সিদ্ধান্ত নেয়।

এ নিয়ে ইউনেস্কোর টুইটার অ্যাকাউন্টে টুইট করে বলা হয়, দুর্গাপূজা হচ্ছে ধর্ম ও শিল্পের সর্বজনীন উদাহরণ। যা শিল্পীদের একটি সমৃদ্ধির ক্ষেত্রও বটে। শহরের এলাকায় এই উৎসব বড় আকারে হয়ে থাকে। মণ্ডপের মাধ্যমেই পূজা চিহ্নিত হয়। বাজানো হয় ঢাক-ঢোল। অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দর্শকরা ভিড় করেন।

তথ্যসূত্র : ইউনেস্কো।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!